কালিয়াচক

যুবতী অপহরণ কান্ডে ধৃত দুই!

 

এক যুবতীকে অপহরণ করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণের দাবি! আর এই ঘটনার লিখিত অভিযোগ পেয়ে এক ছেলে ও তার বাবাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃত দুইজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

    ধৃতদের নাম শাকিল আক্তার ও জসীমউদ্দীন। অভিযুক্তদের বাড়ি সুজাপুরের নাজিরপুর এলাকায়। এক যুবতিকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাই বলে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।